কিছু কথা
একজন মানুষের কাছে চন্দ্র হলো তার প্রিয়জনের মুখ আর জোছনা হলো সেই প্রিয়জনের দীর্ঘশ্বাস ॥ খুব যখন একা লাগবে তখন ভাববে, যে, কেউ একজন তোমার খুব কাছে আছে।আর, সে তোমার এতোটাই কাছে... যে কারনে তুমি তাকে দেখতে পাও না.... কখনো নিজেকে অন্যকারও সাথে তুলনা করা থেকে বিরত রাখি কারণ,প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন দ্বীপের মতো। প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। অন্যের কথা ভেবে নিজের স্বপ্নকে সাজাবে না । কারণ,একমাত্র আমিই শুধু অনুভব করতে পারব আমার চাওয়া পাওয়াগুলোকে। নিজের স্বপ্নকেবুঝে জীবনের লক্ষ্য ঠিক করি কারণ স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে,স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ছোট্ট জীবনে অনেক কষ্ট,অনেক নিরাশা তারপরও.,. ভুলে যাই স্বপ্ন দেখতে, ভুলে যাই হাসতে, আর ভুলে যাই আমাকে ভালোবাসতে...॥
Others